কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ | আপডেট: ৭:১২:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা সাংবাদিক ও কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক, বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠনের সাথে জড়িত অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে।
 
মরমের মৃত্যুবার্ষিকী  উপলক্ষে ১৯ আগস্ট বুধবার বেলা ১২ টায় কালিগঞ্জ মহৎপুর সরকারি গোরস্থানে মরহুমের জিয়ারত করা হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য শেখ লুৎফর রহমান, আলহাজ্ব কাজি আল মামুন  মরহুমের পুত্র তানভির আহ্মেদ উজ্জাল, কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সদস্য জাহাঙ্গীর হোসেন, মরহুমের মাজার জিয়ারত দোয়া পরিচালনা করেন, কালিগঞ্জ হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা রমিজ উদ্দিন।
 
পরে যোহর বাদ কালিগঞ্জ থানা জামে মসজিদে অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমদ এর রুহের মাগফেরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, নলতা শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আশরাফুল ইসলাম আজিজী, পরে সকলকে তাবারুক প্রদান করা হয়। উল্লেখ্য শিক্ষক সাংবাদিক  অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ ২০১৪ সালে ১৯ আগস্ট স্টক জনিত কারণে সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
 
এ বছর করোনাভাইরাস এর কারণে মহরমের মৃত্যুবার্ষিকী প্রেস ক্লাবের পক্ষ থেকে সংক্ষিপ্ত ভাবে পালন করা হয়েছে। সকল সাংবাদিকদের জানাতে না পারায় আন্তরিকভাবে দুঃখ্য প্রকাশ করেছেন, কালিগঞ্জ প্রেসক্লাব কর্তৃপক্ষ। 

আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা