কালিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে মাক্স বিতরণ প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ | আপডেট: ২:২১:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে শনিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ১২ টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মাক্স বিতরণ করা হয়। মাক্স বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি সাইদ মেহেদী। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সিফাত উদ্দিন।মাক্স বিতরণকালে উপজেলা চেয়ারম্যান বলেন -করোনাভাইরাস দূর্যোগকালীন সময়ে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ও অপরিসীম। তাই তাদের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। এইজন্য তাদের মাঝে স্বাস্থ্যবিধি রক্ষায় মাক্স বিতরণ করা হলো। আগামীতে আরো অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে সংবাদটি ৪৯১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু