কালিগঞ্জে ১৯টি জলাশয়ে ৪৫৫ কেজি মাছের পোনা উন্মুক্ত প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ | আপডেট: ৫:৪৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ কালিগঞ্জ উপজেলায় ১৯ টি জলাশয়ে ৪৫৫ কেজি মাছের পোনা উন্মুক্ত করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২০ ২০২১ ইং আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি প্রাতিষ্ঠানিক পুকুর ও অনান্য জলাশয় মাছের পোনা অবমুক্ত করা হয়। ২ সেপ্টেম্বর বেলা ১২ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদির সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শেখঃ নাজমুল আহসান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, জেলা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা মৎস্য অফিসার ক্ষেত্র সহকারি উজ্জল অধিকারী প্রমুখ। ২০২০/২১ আত্মিক সালে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি প্রাতিষ্ঠানিক পুকুর ও অনন্য জলাশয় বিশেষ করে কালিগঞ্জ উপজেলা পরিষদ পুকুর নলতা কেন্দ্রিয় আহসানিয়া মিশন রওজা শরীফ পুকুর সহ উনিশটি পুকুরে ৪৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। সংবাদটি ৪২১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু