কালিগঞ্জে স্বাস্থ্য সহকারীসহ ৪ জনের করোনা পজিটিভ: মোট আক্রান্ত ৫১ প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ | আপডেট: ১২:০০:অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ সাতক্ষীরার কালিগঞ্জে স্বাস্থ্য সহকারীসহ আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ৯ জুলাই করোনা পরীক্ষার জন্য ২৯ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে শনিবার (১১ জুলাই) চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারা হলেন, উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের ঈমান আলী গাজীর ছেলে স্বাস্থ্য সহকারী সোলায়মান হোসেন (৫৭), দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের সাইদুজ্জামানের ছেলে ওমর ফারুক (২৪), নলতা ইউনিয়নের পূর্ব পাইকাড়া গ্রামের শওকত কারিকরের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাবুল হোসেন (৩৭)। আক্রান্তদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট ৫১ জনের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে বলে জানান তিনি। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৫০৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু