কালিগঞ্জে মৌতলায় চোরাই মালামালসহ জনতার হাতে চোর আটক প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ | আপডেট: ২:৫০:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ কালিগঞ্জের মৌতলায় জনতার হাতে চোরাই মালামাল মফিজুল ইসলাম মফু (৩০) নামে এক জনকে আটক হয়েছে। আটককৃত ওই ব্যক্তি মধ্য মৌতলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। স্থানীয় সূত্র জানান, গত বুধবার রাতে মৌতলা বাজার এলাকার জিল্লুর রহমানের বাড়ি থেকে ৪ টি ইজিবাইকের ব্যাটারি চুরি করে মফিজুল ইসলাম। পরদিন ওই ব্যাটারি নিয়ে শ্যামনগরের দিকে বিক্রি করতে যাওয়ার সময় জনতা ব্যাটারিসহ চোর মফিজুল ইসলামকে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ৬ টি পানির মোটর, ১ টি ট্রাকের ব্যাটারি, ১ টি সোলারের ব্যাটারি, ১টি গ্যাসের চুলা, ১ টি সিলিন্ডার, ২ টি সাইকেল ও ৩ বস্তা ধান উদ্ধার করা হয়। এরপর কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল উদ্ধারকৃত সকল মালামালসহ চোর মফিজুলকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার (২৫ জুলাই) সকালে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। সংবাদটি ৫৫৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু