কালিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৯:০৪:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

সাতক্ষিরা কালিগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীলন দিবস ২০২০ উদযাপিত হয়েছে। ২১ নভেম্বর শনিবার সকাল দশটা মুন্সিগঞ্জ টাইগার পয়েন্ট সিদ্দিক চত্বরেজাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সুশীলন এর সাবেক সভাপতি চন্দ্রিকা ব্যানার্জি, পরে সুশীলনের পতাকা উত্তোলন করেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এর আগে সুশীলনের খুলনা বিভাগের ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা সুশীলন এর কর্মীরা মিছিল সহকারে স্থানে উপস্থিত হয়। সুশীলন দিবস উপলক্ষে মঞ্চে ২৯ টি প্রদীপ সুশীলন এর কর্মকর্তা কার্যনিবাহী কমিটির সদস্য সাংবাদিক সম্মানিত ব্যক্তি বর্গ এর অংশগ্রহণে প্রদীপপ্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

 

স্বাগত বক্তব্য রাখেন সুশীলন দিবসের অনুষ্ঠানে আহবায়ক ও সুশীলনের উপ পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, সুশীলনের উপ-পরিচালক ও সুশীলদের রত্ন পুরস্কার এ ভূষিত শাহিনা পারভীন অকাল মৃত্যুতে এবছরের দিবসটি তার নামে উৎসর্গ করা হয়। সুশীলন দিবসের প্রতিপাদ্য বিষয় মুজিব শতবর্ষে স্বাস্থ্যবিধি মেনে করোনা রোধ করি সামাজিক সমাজ গড়তে অবদান রাখি।

এই বিষয়কে সামনে রেখে কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা গঠনমূলক আগামী দিনের সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন সুশীলন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান। তিনি সুশীলনের লক্ষ্য-উদ্দেশ্য দর্শন ও মৌলিক নীতিমালা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এরপর সুশীলন এর বিভিন্ন অফিসের দলীয় উপস্থাপনা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক কৌতুক পরিবেশন করে।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বরগুনা অফিস দ্বিতীয় স্থান অধিকার করে সুশীলনের সাংস্কৃতিক দল যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে খুলনা অফিস ও সাতক্ষীরা অফিস সন্ধ্যার অনুষ্ঠানে সুশীলনএর উপ-পরিচালক শাহীনা আক্তার অ্যানি মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সুশীলন কর্মকর্তা কর্মী সহ উপস্থিত সকলে মোমবাতি প্রজ্জলন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সুশীলনের পরামর্শক আবদুল ওদুদ রফিকুল ইসলাম কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সুশীলনের মাহফুজা খানম, উজির হোসেন আব্দুল হামিদ নাজিম প্রমুখ।

এছাড়া সুশীলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীদের মূল্যায়ন বিভিন্ন পুরস্কার প্রদান করার পাশাপাশি শ্রেষ্ঠপুরুষ কর্মী ও শ্রেষ্ঠ নারী কর্মী ২০২০ ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ পুরুষ কর্মী নির্বাচিত হয় নুরুল ইসলাম ও শ্রেষ্ঠ নারী কর্মী নির্বাচিত হয় মারুফা সুলতানা।

 

তাদেরকে ২৫ হাজার টাকার চেক তিন দিনের ছুটির নোটিশ উত্তরীয় ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু উপ-পরিচালক সচিদানন্দ সতু সহকারী পরিচালক মনিরুজ্জামান কমিটির সদস্য নজরুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করেন লিজা পারভীন ও তার দল অনুষ্ঠান শেষে ঘোষণাপত্র পাঠ করেন নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা