কালিগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ | আপডেট: ৫:১৮:অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কাশেম আলি মোল্ল্যা(৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন চরদা এলাকার ইটের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি দেবহাটা উপজেলার পূব কুলিয়া গ্রামের মৃত কালু মোল্ল্যার ছেলে। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সদস্য নূর মোহাম্মাদ জানান, রোববার (১২ এপ্রিল) সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। কালিগঞ্জ থানা পুলিশের অফিসিয়াল ফেজবুক পেজে অজ্ঞাত মরদেহের পরিচয় জানতে ছবি আফলোড করা হয়। পরে ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়। ওসি দেলোয়ার হুসেন আরও জানান, তার শরীরে আঘাতের কোন চিহ্ন বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। কাশেম আলির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ৩৪৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু