কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার কন্যা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত: প্রতিমাসে আসছে বিল প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ | আপডেট: ১০:৪৫:অপরাহ্ণ, জুন ১১, ২০২০ সাতক্ষীরার কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জোবেদ আলীর কন্যা জরিনা বেগম এর বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন। কষ্টের মধ্যে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছে। এ বিষয়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম এর কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মোঃ জবেদ আলীর কন্যা একই গ্রামের জরিনা বেগমের বাড়িতে গত ২ বছর আগে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। জরিনা বেগম জানায় প্রায় এক বছর যাবৎ তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে বিদ্যুৎ লাইনের জন্য বিভিন্ন সময়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে যোগাযোগ করেও বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য বলেছেন কিন্তু দুঃখের বিষয় এলাকার কতিপয় ব্যক্তির ইন্ধনে বিদ্যুতের পোল থেকে লাইন দিতে বাধা দিয়েছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে দক্ষিণ শ্রীপুর গ্রামের জাকির সাপুই ও তার চাচা মোজাম বিরোধিতা করে সরকারি বিদ্যুৎ পোলের খুঁটি থেকে লাইন নিতে বাধা দিয়ে আসছে। বিষয়টি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদেরকে অবগত করেও মুক্তিযোদ্ধার কন্যা দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রয়েছেন। এদিকে জরিনা বেগম জানায়, তার বাড়ীতে দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ না থাকলেও প্রতিমাসে তার নামে বিদ্যুৎ বিল আসছে। বিদ্যুৎ না জ্বালিয়েও বিল পরিশোধ করে আসছে। এলাকার কতিপয় ব্যক্তির ব্যক্তিস্বার্থ চরির্থের জন্য এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সরকারি বিদ্যুৎ এর খুটি থেকে মুক্তিযোদ্ধার কন্যা জরিনা বেগমের বাড়িতে সংযোগ দেওয়া হচ্ছে না। এমনটিই জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তারা এ বিষয়ে জরুরিভাবে তদন্তপূর্বক বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি ও হয়রানি বন্ধ এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সংবাদটি ৩৫১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু