কালিগঞ্জে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ | আপডেট: ১০:১৫:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ কালিগঞ্জে দুই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌমাথা এলাকার কিনু গাজীর ছেলে মন্তেজ আলী (২৪) ও শ্যামনগর উপজেলার সাহেবখালি এলাকার রুহুল আমিনের ছেলে আজিজুল গাজী (৩২)। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক তারেক রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার পাউখালি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মন্তেজ ও আজিজুলকে আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতের ম্যাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সংবাদটি ৫৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু