কালিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) ও ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ | আপডেট: ৯:৩১:অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

কালিগঞ্জে পবিত্র রবিউল আউয়াল শরিফ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোভাযাত্রা পালন করেছেন বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াত কালিগঞ্জ উপজেলা শাখা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 সোমবার (২ নভেম্বর) সকাল ৯. ৩০ মিনিটে কালিগঞ্জ উপজেলা পরিষদ ময়দান থেকে বারই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক বিশাল ধর্মীয় শোভাযাত্রা বাহির হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ধর্মীয় সমাবেশে আলোচনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব ও নলতা শাহী জামে মসজিদের পেশ ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আলহাজ্ব আশরাফুল ইসলাম আজিজী। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাভাপতি মোঃ মাহবুবর রহমান সহ বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াত কালিগঞ্জ শাখা নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা