কালিগঞ্জে দূর্যোগ ঝুঁকিহ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০ | আপডেট: ৩:৩৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

কালিগঞ্জ উপজেলায় ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১:০০ টায় কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের সভা কক্ষে, নবযাত্রা প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সুশীলন ও W.F.P- এর ব্যবস্হাপনায় “দূর্যোগ ঝুঁকিহ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহছান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন, তারালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, নব-যাত্রার ফিল্ড অফিসার আশিক বিল্লাহ, সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট বিষয়ের কর্মকর্তা বৃন্দ ও উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা