কালিগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত: ছেলে আটক প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০ | আপডেট: ২:৩৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে ছেলের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে মিয়ারাজ আলী ঢালী (২৩) আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শামসুর রহমান ঢালী ওই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে শামসুর রহমান ঢালীর ছেলে-মেয়েরা নিজেদের জমি নিয়ে বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে লিপ্ত হয়। এ সময় ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শামসুর রহমান। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘাতক ছেলে মিয়ারাজ আলী ঢালী আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ছেলের লাঠির আঘাতে বাবা নিহত সংবাদটি ৪২১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু