কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪ | আপডেট: ৭:৫৯:অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দের পর জনসম্মুখে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজাহার আলী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজিজুল ইসলামের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন।

এসময় সেখান থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪শ’ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। তবে অভিযানের আগেই পালিয়ে যান অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলাম।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান,পরে কেমিক্যাল মিশিয়ে পাকানো আম গুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স