কালিগঞ্জে কীটনাশক পানে এক বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ | আপডেট: ১১:১২:অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
কালিগঞ্জে নুরুল ইসলাম (৬২) নামের এক বয়োবৃদ্ধা কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মৌতলা সীডষ্টোর সংলগ্ন বাগান বাড়িতে। তিনি উপজেলার পশ্চিম মৌতলার শেখ পাড়া গ্রামের মৃত কেরামত উল্লাহ ছেলে। জানাগেছ বাগান বাড়িতে কাজ করতে এসে আত্মহত্যা করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিষয়টি জানার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক ডাঃ গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষনা করেন। কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আত্বহত্যার খবর পেয়ে পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মৃত্যুদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। নূর ইসলাম পারিবারিক কলহ ও নিঃসঙ্গতার কারণে আত্বহত্যা করতে পারে। এব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক