কালিগঞ্জে এক ব্যবসায়িকে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ | আপডেট: ১২:২৫:অপরাহ্ণ, জুন ৫, ২০২০

কালিগঞ্জে এক যুবককে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। হত্যার চেষ্টার শিকার যুবকের নাম মোস্তাফিজুর রহমান(২৭)। সে উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের আজিজ মোড়লের পুত্র। এ নিয়ে মঙ্গলবার (২ জুন) দুপুরে মোস্তাফিজুরের মা মোমতাজ বেগম বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এজাহারে উল্লেখ রয়েছে, গত সোমবার রাত আনুমানিক ৮ টায় মৌতলা ইউনিয়নের মাষ্টারের মোড় নামক স্থানে আমার ছেলে ও কালিকাপুর গ্রামের মৃত গৌরপদ দে এর পুত্র শম্ভু দে বসে গল্প করছিলো। রাত আনুমানিক ৮ টায় ১৫ মিনিট দিকে পূর্বপরিকল্পিতভাবে নামাজগড় গ্রামের জায়েদ আলী দায় এর পুত্র নজির দায়(৩০), একই গ্রামের আফছার আলী কারিকরের পুত্র রেজাউল কারিকর(৪৭) রেজাউলের স্ত্রী মেঘনা পারভীন(৪০), উজির দায়(২৩), কামাল দায় উপভায় পিতা জাবেদ আলী দায় লোহার রড, বাশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে মারপিট করে এবং তার গলায় থকা এক ভরি ওজনের একটি স্বণের হার সিন্তাই করে পালিয়ে যায়। এসময় মোড়ে থাকা মানুষ আমার ছেলের চিতকার সুনে এগিযে গিয়ে তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি কওে দেয় এবং সম্ভু স্থানীয় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা গ্রহন করে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।