কালিগঞ্জে অধ্যাপক আব্দুল খালেকের নামাজে জানাজায় মুসুল্লীর ঢল প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ | আপডেট: ৩:১৪:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): চিরনিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, ভাড়াশিমলা ইউপি’র একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল খালেক (৬৬)। শুক্রবার (৬ মার্চ) জুমআ’র পর উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানের জানাজা শেষে পশ্চিম নারায়ণপুরে পিতা কাশেম আলীর কবরের পাশে তাকে দাফন করা হয়। বেলা ২ টায় হাজার হাজার মুসুল্লীর অংশগ্রহণে নামাজে জানাজা পরিচালনা করেন মরহুমের ছোট ভাই আব্দুল গফফার। সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির কালিগঞ্জের সাবেক আঞ্চলিক কর্মকর্তা আজিজ আহমেদ পুটুর সঞ্চালনায় জানাজার পূর্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী প্রমুখ। এছাড়াও মরহুমের বর্ণাঢ্য জীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, মরহুমের সহোদর ড. আব্দুল হান্নান, কুুুশুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মোক্তার হোসেন, মরহুমের বন্ধু আব্দুল গফুর প্রমুখ। জানাজায় রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-সভাপতি মহিউদ্দীন সিদ্দিক, অ্যাড. সরদার আমজাদ হোসেন, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক দলের আহবায়ক স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল রহমান চন্দন, সুশীলন’র পরিচালক নুরুজ্জামান, উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক এড. জাফরুল্যাহ ইব্রাহিমসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী রবিবার বাদ আসর নারায়ণপুর জামে মসজিদে মরহুম আব্দুল খালেকের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা সংবাদটি ২৬৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু