কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি সদস্য কামাল পাশাকে শোকজ করলেন ইউএনও প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ | আপডেট: ২:৫৪:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ ইউপি সদস্য কামাল পাশা সাতক্ষীরার কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের সদস্যকে অপমান ও অপদস্ত করার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করায় কালিগঞ্জ উপজেলা ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য কামাল পাশাকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল । ঘটনাসূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই বিকেলে কালিগঞ্জ মথুরেশপুর করোনা এক্সপার্ট টিম সরকারি নির্দেশনা অনুযায়ী সেকেন্দারনগর চৌমোহনী বাজারে বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় জন্য নিয়মমাফিক মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিতে গেলে আজিজ ফার্মেসির মালিক ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বর কামাল পাশা তাদেরকে অপমান অপদস্ত করেন। তাৎক্ষণিক ভাবে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন তীব্র প্রতিবাদ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। গত ২২ জুলাই উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯- ৩৪এর(৪) (খ) এবং (ঘ)ধারা ভঙ্গ করায় কেন তাকে তার ইউপি সদস্য থেকে অপসারণ করা হবে না সেজন্য ৭দিনের মধ্যে জবাব চেয়েছেন। এলাকা সূত্রে জানা যায়, মেম্বর কামাল পাশা অত্যন্ত বদমেজাজি এবং সাধারণ মানুষের সাথে সব সময় খারাপ আচরণ করেন। সংবাদটি ৫৭১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু