কালিগঞ্জবাসীকে ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০ | আপডেট: ২:১৮:অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০ মোঃ মাহবুবর রহমান বিশ্ব মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালিগঞ্জ উপজেলা বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, কালিগঞ্জ উপজেলা জাতিয় পাটির সাভাপতি মোঃ মাহবুবর রহমান। ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল-আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। পবিত্র ঈদ-উল-আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। করোনাকালীন সময়ে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও গণজমায়েত এড়িয়ে চলাসহ সরকারি সকল নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহবান জানান। সংবাদটি ৫১৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু