কাদাকাটি টু প্রতাপনগর সড়কের দুরাবস্থায় যানবাহন চলাচলে হুমকীগ্রস্থ প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ৮:২৭:অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কাদাকাটি টু প্রতাপনগর সড়কের অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে। যানবাহন চলাচল ও যাত্রী সাধারণের ভোগান্তি চরম আকার ধারন করেছে । উপজেলাসহ জেলা শহর সাতক্ষীরার এবং পাশ^বর্তী উপজেলার সাথে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র অবলম্বন কাদাকাটির হোলদেপোতা ব্রীজ হতে প্রতাপনগর গামী সড়কটি। সড়কটি বর্তমানে খুবই ব্যস্তকম সড়কে পরিণত হয়েছে। হোলদেপোতা থেকে তেঁতুলিয়া পর্যন্ত সড়কের কয়েকটি স্থানে, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা থেকে তুয়ারডাঙ্গা সড়কের বামনডাঙ্গাসহ বহু স্থানে, খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজার টু কাপসন্ডা সড়কের কয়েকটি স্থানে, চেউটিয়া টু আনুলিয়ার বিছট বাজার সড়কের কয়েকটি স্থানে এবং প্রতাপনগর তালতলা বাজার পর্যন্ত কয়েকটি স্থানে পিচ পাথর উঠে সড়কের মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলো সড়কে চলাচলরত ছোট যানবাহনের জন্য মৃত্যুকুপে পরিনত হয়েছে। এছাড়া দীর্ঘ ৩৪ কিলোমিটার এ সড়কের একাধিক স্থানে এক থেকে দুই ফুট করে সড়ক ডেবে গেছে। জেলা ও উপজেলা সদরের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা গতিশীল করতে কয়েক বছর আগে জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সড়কটিতে পিচের কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়। সড়কটিতে আইনের ব্যবহার না থাকায় কোন বাঁধা ছাড়াই অতিরিক্ত মালামাল বোঝাই ভারী যানবাহন হরহামেশা চলাচল করে থাকে। ফলে ভারী যানবাহনের ওভারলোড নিতে না পেরে পিচ পাথর উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। সড়কের সুচালো পাথরের কারণে ছোট যানবাহনের টিউব ও টায়ার বাস্ট/লিকেজ হয়ে যানবাহন সড়কের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় প্রতিনিয়ত। এব্যাপারে আশাশুনি উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সংস্কারের একটি টেন্ডারও হয়েছে। কিছু দিনের মধ্যেই সংস্কার কাজ শুরু করা হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১