কাদাকাটিতে লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১১:২২:অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন কাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিসদ হল রুমে এ লটারির আয়োজন করা হয়। এলজিইডি’র উদ্যোগে আরইআরএডি এর আওতায় এলাকার সরকারি মজুরির মাধ্যমে কাজে লাগানোর জন্য মহিলা শ্রমিক নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। ঘোষণা মোতাবেক ইউনিয়ন পরিষদে আগতদের যাচাই বাছাই শেষে প্রত্যেক ওয়ার্ডের তালিকা থেকে লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়। ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ উপস্থিত থেকে লটারির পরিচালনা করেন। এসময় প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে এবং বৃহত্তর ওয়ার্ড থেকে অতিরিক্ত ১ জন শ্রমিক নির্বাচন করা হয়। হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যাক্তা, দুঃস্থ ও অসহায় মহিলাদের মধ্য থেকে যাচাই বাছাইবকৃতদের নিয়ে লটারির ব্যবস্থা করা হয়। এসময় এলজিইডির প্রতিনিধি, ইউপি সদস্যবৃন্দ ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন সংবাদটি ২১০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১