কাকডাঙ্গা সীমান্ত থেকে ১৩ কোটি টাকা মূল্যের মাদকসহ এক পাচারকারি আটক প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪ | আপডেট: ২:৩০:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে ১৩ কোটি টাকা মূল্যের ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) ও দুই বোতল এলএসডিসহ চার বোতল বিদেশী মদ জব্দ করেছে বিজিবি। এসময় মো. ইমন (২৩) এক মাদক পাচারকারিকে আটক করে বিজিবি। আটক ইমন কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১২ টায় রাজপুর এলাকা থেকে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) এর একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের এবং বিআইপি এনসিও নায়েক হরমুজের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কলারোয়া উপজেলার রাজপুর এলাকায় ইমন নামের এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) ও দুই বোতল এলএসডিসহ চার বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। এঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ইমনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪