কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ১২:১৮:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: একাধিক ওয়ারেন্ট মামলার আসামী, জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনের অভিযোগ সাতক্ষীরার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কলারোয়া থানার ওসি (তদন্ত) রাজীব হোসেন জানান, শাহাজাদার বিরুদ্ধে দুইটি সি,আর ও একটি জি,আর মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারী পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানকালে শাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্র বিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল ষ্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান শাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালপত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪