কলারোয়ায় সিএইচসিপিদের স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ | আপডেট: ৭:৩৭:অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়ায় সিএইচসিপিদের স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ ও প্রদান করা, স্বাস্থ্য-তথ্য নেটওয়ার্কিং সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের ২৪জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অংশ নেন। প্রশিক্ষক ছিলেন ডাক্তার আসিফ আহমেদ। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, প্রধান সহকারী আবুল কালাম আজাদ প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪