কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের মণিরামপুরে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০ | আপডেট: ১০:১৬:পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০

উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): আপনি নিরাপদে ঘরে থাকুন, খাদ্য পৌঁছে যাবে আপনার ঘরে ঘরে সোমবার সকাল থেকে মণিরামপুরের বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র পরিবারের মানুষগুলো ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের খাদ্যের জোগান দিতে চাল, ডাল, তেল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের নেতা তরিকুল ইসলাম।

এসময় জন সমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক, হ্যান্ডগ্লাভস্ এবং পরিচ্ছন্ন থেকে স্বীয় ঘরে অবস্থানের আহ্বানও জানান তিনি।
এসময় উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক