কর্মহীন ও অসহায় মানুষের মাঝে সাতক্ষীরা পৌরসভা ও জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ | আপডেট: ৩:৫৮:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকালে পৌরসভা ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরনের জন্য পৌরসভার ১২জন কাউন্সিলরদের কাছে এই খাদ্য সামগ্রি হস্তান্ত করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় পৌর মেয়র বলেন, সরকারি বরাদ্ধকৃত ৩৭ মেঃ টন চাল, ১ লক্ষ ৭০ হাজার টাকা ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্ধ ৭ লক্ষ ৫৪ হাজার টাকা করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ০৯টি ওয়ার্ডে ৮ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হচ্ছে। এদিকে করোনো পরিস্থিতি মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া মানুষকে ঘরে ফেরাতে ও বাড়িতে অবস্থানকারী অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় ৬৩টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রি বিতরণ করেন সাতক্ষীরা জেলা পলিশের পক্ষ থেকে সদর থানার অফিসার ইন-চার্জ মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, সাতক্ষীরা কমিউনিটি পুলিশের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল কালাম বাবলাসহ অন্যান্যরা। সুন্দরবনটাইমস.কম/ডেক্স [cov2019all] সাতক্ষীরা জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণসাতক্ষীরা পৌরসভার খাদ্য সামগ্রী বিতরণ সংবাদটি ২৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান