করোনাভাইরাস মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান মোঃ মাহবুবর রহমান প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ | আপডেট: ৬:৫৭:অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ নূর ইসলাম (বাবু), কালিগঞ্জ(সাতক্ষীরা): করোনাভাইরাস, আতঙ্ক নয়, চাই সচেতনতা। করোনাভাইরাস সংক্রমণের কারণে গুজব ছড়িয়ে মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে না পারেন সেদিকে প্রশাসনের সাথে সাধারণ জনগণকেও সচেতন থাকতে হবে। কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবর রহমান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাসের কারণে চাল, ডাল, তেল, পেয়াজ, লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কোন মূল্য বৃদ্ধি করা যাবে না। দোকানে রাখা চার্ট অনুযায়ী সকল পণ্য বিক্রয় করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। কল্যাণের ধর্ম। মুক্তির ধর্ম। মানবজীবনের সব সমস্যার সমাধান আছে বলেই এই জীবনব্যবস্থা সকল যুগের সকল মানুষের উপযোগী। জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবর রহমান জানান করোনাভাইরাস মোকাবিলায় কালীগঞ্জ উপজেলা জাতীয় পাটি উপজেলা প্রশাসনের সাথে সার্বিকভাবে সহযোগিতা করবে। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা করোনা ভাইরাস সংবাদটি ২৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু