কবিতা: “হৃদয় ছুঁয়ে দেখো” প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০ | আপডেট: ১০:৫৭:পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০ হৃদয় ছুঁয়ে দেখো ……..রুদ্র অয়ন নিরব রাতে জোছনা ছড়ায় চাঁদ তবু তার বুকে একাকীত্বের বিরহী সুর শুনি। দিনের আলোয় প্রাণবন্ত হাসিখুশি আমি থাকি মেতে আড্ডা গান গল্পে। রাত নামলেই নিঃসঙ্গতা সঙ্গ দেয় আমায়। বুকের গভীরে বড় শূন্যতা জাগে! কার জন্যে কার তৃষ্ণায় কাতর হয়ে উবে যায় মধ্যরাতের ঘুম। বুকের গহীনে কে নাচে বিরহী নাচন! বিরহী নূপুরের ছন্দে শুকিয়ে যাচ্ছে বুকের নদী। শূন্যতায় জ্বলে পুড়ে যায় আত্মার উপলব্ধিগুলো! হৃদয় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে বেদনার রঙ। অকালেই হারাচ্ছে বসন্ত দিনের স্বপ্ন। ওগো বিরহ জাগানিয়া মেয়ে, নৈঃশব্দ্যের হাওয়ায় কেন হারিয়ে যাও আমার থেকে! স্বপ্ন পূরণের খাতা আরও কতকাল পড়ে রবে অবহেলায়! অধরা স্বপ্নের দিনলিপি শুধুই কি লিখে যাবো ধুলোমলিন ডায়রির পাতায় পাতায়। কতোদিন ধরে অপেক্ষায় আছি তোমার সাথে আমার দেখা হবে একদিন। সেদিন না হয় বলব যে কথা বলতে চেয়েছিলেম। শুন্য হৃদয়টা তোমারই অপেক্ষায়। একবার অন্তত এসো মনের আঙিনায়। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা কবি রুদ্র অয়নকবিতা হৃদয় ছুঁয়ে দেখোহৃদয় ছুঁয়ে দেখো সংবাদটি ৩৯৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?