কবিতা : “ভালবাসি তোমাকে” প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০ | আপডেট: ১০:৪৩:অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০ ভালবাসি তোমাকে ……….রুদ্র অয়ন নিজে জ্বলে পুড়ে ছাই হতে পারি। অশ্রুতে ভেজাতে পারি হৃদয় মন কিন্তু অভিশাপের বহ্নিধারায় তোমাকে পোড়াতে চাইনা। বেদনার অশ্রুজলে তোমাকে ভেজাতেও চাইনা। কারণ, আমার সমস্ত মন জুড়ে এখনো তোমার অস্তিত্বের সাক্ষর প্রতীয়মাণ! তুমি আমাকে দেখো বা না দেখো; আমাকে ভাবো কিম্বা নাই ভাবো; আমায় মনে রাখো বা না রাখো; তুমি কিন্তু আছো- আমার অস্তিত্বে হৃদয়ে নিঃশ্বাসের প্রতিটি কম্পনে। তোমাকে ভালোবাসি ভীষণ মুগ্ধতার অধিক রূপে সঙ্গোপনে নীরবে নিশ্চুপে। আমি এখনো চাই তোমার নিরংকুশ সান্নিধ্য প্রতিক্ষণ-অনুক্ষণে। তোমার মাঝে হারিয়ে খুঁজি আমার আমি কে। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা কবি রুদ্র অয়নকবিতা ভালবাসি তোমাকেভালবাসি তোমাকে সংবাদটি ৪৬৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?