কবিতা: “বিজয়ের স্বাধীনতা” প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ | আপডেট: ১১:৪১:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ মুক্তিকামি লোকারণ্যে জীবন দিল যে বরেণ্যে। দেশ মাতৃকার গর্ভে আজ গর্ভপাতের রক্তপাত। রক্তপাতে উর্ভর মাতৃভূমি, এত বেদনা কেন ভরা এ বিজয়ে শৃংখল নাড়ে কড়া? রক্ত ঘামের দামে দেশ কেনা ওদের। একজন ভিখেরির ও এ দেশ কে তুমি হে চুরি চামারি করে দুটা পয়সা বানিয়ে মানুষকে মানুষ ভাবোনা। বিজয় স্বাধীনতার স্বাদ পাবে সবে, মানুষের মুক্তি চাই , এই দৈন্য দরিদ্রতার ভিড়ে সিথির মত পথ করে তুমি রক্ত চোষা সম্পদ নিয়ে পালিয়ে যাও, রক্ত গরম পথ রোধ হবে। কেবল উকি মেরে বহুতল প্রাসাদ দেখার দিন শেষ, সব প্রশ্নের জবাব হবে আজ, প্রশ্নের মাঝে খুঁজবো উত্তরের রেশ। অর্গল ভাংবো আজ মুক্তি পাগল, জাগলো জোয়ার আরো হচ্ছে সচল। আজ বিজয়ের কী জয় আর এই স্বাধীনতা বড় সাধনার ধন। সংবাদটি ৫৪৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?