কবিতা: “বলো চিরদিন কেন ভালোবাসা পাই না?” প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ | আপডেট: ২:২৫:অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ বলো চিরদিন কেন ভালোবাসা পাই না? ………তুলোশী চক্রবর্তী বলো চিরদিন কেন ভালোবাসা পাইনা? আবেগী মন কেনো কূল ছুঁতে পারে না? মাঝে মাঝে কষ্টেরা কেন হয় জমাট বাঁধা দখিনা? হে বিধি ,বলো চিরদিন কেন ভালোবাসা পাই না? নাবালিকা খুকির মতো অহেতুক কেন উঠে মনে রাগ? অভিমান না ভেঙ্গে কেন হয় জমাট? তুমি বলো কেন চিরদিন ভালোবাসা পাইনা? এ মন তুমি ছাড়া আর তো কিছু খোঁজেনা, হে বিধি চিরদিন কেন সবার মন একরকম থাকেনা? কবি তুলোশী চক্রবর্তীবলো চিরদিন কেন ভালোবাসা পাই না সংবাদটি ৩৫৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?