কবিতা: “নেপথ্যের সংলাপ” প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০ | আপডেট: ২:৪৫:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০ নেপথ্যের সংলাপ …….শ্যামল বণিক অঞ্জন অসীম কষ্ট নষ্ট আবেগ, পথভ্রষ্ট স্বপ্নগুলো। ভুলের পথে কুলহীন হাঁটা, ফুলের কাঁটা রক্ত ঝরায় নিশীদিন। স্বার্থের ভালোবাসায় অর্থহীন জীবন ব্যর্থ আগামীর “মহাপরিকল্পনা “, প্রিয়ার বুকে বিষের সাগর শ্রীমুখে হায়েনার ছায়া, হরিণ চোখে জলন্ত অগ্নীগিরী। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা নেপথ্যের সংলাপনেপথ্যের সংলাপ সংবাদটি ৩৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?