কবিতা: “তুই আর আমি” প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ | আপডেট: ১১:৩৩:পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ তুই আর আমি ….মোঃ সম্রাট শাহ তুই আর আমি তুই আর আমি বেশ ভালো বন্ধু আমরা দু’জনেই জানি। তোর আবদার আমার খুনসুটি, পার হলো বছর ১২ আমাদের জুটি। তুই আর আমি পড়ালেখা আর শাসন-বারণ এসবই চলে আমাদের স্মৃতিচারণ। সন্ধ্যা তারার মত মিটিমিটি তোর কথা, শিশির ভেজা সকালের মতো তুই নীরবতা। নিস্তব্ধ যখন অনামিশা চারিপাশ, বৃষ্টি বাতাসে শুনি তোর গহীন বাস। তুই আর আমি চির বন্ধুত্ব এক জোড়া গোলাপ, রয়ে গেল বলা না বলা কত আলাপ। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:মো. সম্রাট শাহ/ঝিনাইদহ কবি সম্রাট শাহকবিতা তুই আর আমি সংবাদটি ৬০৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?