কবিতা: “গর্বিত কালবৈশাখী ঝড়” প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ | আপডেট: ৬:৪১:অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ গর্বিত কালবৈশাখী ঝড় ……….তুলোশী চক্রবর্তী হঠাৎ কাল তুমি এলে ডাক দিয়ে ঘুড়ুম ঘুড়ু সাথে এলো বিদ্যুৎ ঝলকানি, বৃষ্টিও হলো শুরু বাতাস এতো জোরে এলো মনটা কাঁপে থরথর এবার বুঝি উড়ে যাবে আমার জীবন্ত কলেবর? গর্ব তুমি কোরোনা,কারন তুমি নামমাত্র কালবৈশাখী ঝড় নিজেকে তুমি ভেবোনা যেনো মহাশক্তিধর, কতো দরিদ্রের ভেঙ্গেছো ঘর-দুয়ার-বেড়া জামা কাপড়ে কাদা মেখে করেছো ন্যাকড়া, তোমার তো জানাই আছে গরিবের নাশ করতে পারে সবাই প্রতারক ধনিরে যে করবে বিনাশ আজ তো তার বড়াই, তোমার প্রতি নেই ক্রোধ,নেই সময় গর্ব করার তুমি তো জানো চিনের জন্য তলিয়ে যাচ্ছে আমার বিশ্বপরিবার, যদি তুমি ধংস করতে পারো করোনা আর উহান শহর চিরকাল তবে তোমায় নিয়ে গর্ব করবো তুমি হবে গর্বিত কালবৈশাখী ঝড়। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:তুলোশী চক্রবর্তী/পশ্চিম বাংলা কবি তুলোশী চক্রবর্তীকবিতা গর্বিত কালবৈশাখী ঝড়গর্বিত কালবৈশাখী ঝড় সংবাদটি ৩৮৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?