কবিতা: একুশ প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ৪:০০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ একুশ ………..শ্যামল বণিক অঞ্জন……….. ক-তে কলম খ-তে খাতা, একুশ বাংলা বইয়ের পাতা। গ-তে গরু ঘ-তে ঘাস, একুশ বাঙালীর মুক্ত শ্বাস। ঙ-ব্যাঙ চ-তে চাকা, একুশ আগামীর স্বপ্ন আঁকা। ছ-তে ছবি জ-তে জল একুশ মোদের বুকে বল। ঝ- তে ঝড় ঞ-তে মিঞা, একুশ গর্বে ভরা হিয়া। একুশ আশা একুশ হাসা, একুশ আমার মায়ের ভাষা। একুশে হুঙ্কার একুশে ঝাঁজ, একুশ চেতনা মাথার তাজ। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা একুশকবি শ্যামল বণিক অঞ্জনকবিতা একুশ সংবাদটি ৩১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?