কবিতা: “অশ্রু দেবে না হৃদয় দেবে” প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০ | আপডেট: ১১:৩৯:পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২০ অশ্রু দেবে না হৃদয় দেবে …….রুদ্র অয়ন পাতাবাহার নিবে না ফুল দু’টোই নজরকাড়া, একটার নেই গন্ধ একটা সুবাসে মাতোয়ারা! সাগর ছোঁবে না আকাশ? দু’টোইতো বেশ নীল, ছুঁতে পারো যেটা ইচ্ছে দু’টোয় অনেক মিল! কাঁদাবে শুধু না দেবে মন কোনটা তোমার ইচ্ছে, তুমিহীনে নয়ন হৃদয় দু’টোয় যে আজ ভিজছে! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা অশ্রু দেবে না হৃদয় দেবেকবি রুদ্র অয়নকবিতা অশ্রু দেবে না হৃদয় দেবে সংবাদটি ৫০৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?