কবিতা: “অভিমানী মন” প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২০ | আপডেট: ১১:১০:পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২০ অভিমানী মন ……রুদ্র অয়ন মানুষের মন এক না জেনেও ডুব দেই অভিমানে; অভিমানগুলোও ভাঙ্গানোর কেউ থাকেনা আশেপাশে! নিজের অভিমান নিজে ভেঙ্গে করি গুঁড়ো! নৈ:শব্দের সুরে দীর্ঘশ্বাসেরা উড়ে বেড়ায়। একা একা লাগে বড়! অভিমান স্পর্শ করার জন্যে একজন সুহৃদ চাই! কেউ কি আছো? স্পর্শ করে দেখবে আমার অভিমান… বিনিময়ে আমি দেবো হৃদয় রাজ্যটা অকাতরে। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা অভিমানী মনকবি রুদ্র অয়নকবিতা অভিমানী মন সংবাদটি ৫৫৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?