কপিলমুনিসহ আশপাশ এলাকায় ফিরতে শুরু করেছে ভাটা শ্রমিকরা প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): দেশের বিভিন্ন ভাটায় কর্মরত শ্রমিকরা ফিরতে শুরু করেছে। বিভিন্ন কৌশল অবলম্বনে রাতের আঁধারে ট্রাক, পিকআপে করে প্রায়ই প্রতিদিন রাতেই এসব শ্রমিকরা নিজ নিজ এলাকায় ফিরছেন বলে খবর পাওয়া গেছে। গত ৩ দিনের ব্যবধানে শতশত শ্রমিক স্ব-স্ব এলাকায় প্রবেশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে পাইকগাছা উপজেলার কপিলমুনিসহ পার্শ^বর্তী এলাকার মানুষ। স্থানীয়দের অনেকে এমন বিষয়টি নিশ্চিত করেছেন এবং অবিলম্বে তাদেরকে হোম কোয়ারান্টাইনে রাখার নির্দেশনা দিতে প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন। জানাগেছে, ভাটা মালিকদের মৌসুম শেষ হওয়ায় ঢাকা, নারায়নগঞ্জ, মাদারীপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, সহ বিভিন্ন এলাকার ভাটায় কর্মরত শ্রমিকরা নিজ নিজ এলাকায় ফিরছেন তারা। মহামারী করোনার সংক্রমণ রোধে ভাটা শ্রমিকদের ছেড়ে দিচ্ছে সংশ্লিষ্ট ভাটা মালিকরা। এমতাবস্থায় মৌসুম শেষে ঘরে ফেরার টানে এসব শ্রমিক প্রশাসনের চোখ এড়িয়ে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করে। গত ৩/৪ দিনে শতশত শ্রমিকরা এলাকায় এসে অবাধ বিচারণ করছে। এতে আতংক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। জানাগেছে, উপজেলার চাঁদখালী, কাটাখালী, বেতবুনিয়া, কপিলমুনি, আগড়ঘাটা, কাশিমনগর ও হরিঢালী এলাকার শ্রমিকরা তাদের নিজ নিজ বাড়িতে ফেরা ও অবাধ চলাফেরা করার কারণে আতংকিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তাদের মতে করোনা সংক্রমণ অনেকের দ্বারা অত্র এলাকা আক্রান্ত হতে পারে বলে আশংকা এলাকাবাসীর। আর এমন ভয়ে বহিরাগত এসব শ্রমিকদের হোম কোয়ারান্টাইনে থাকা একান্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন এলাকাবাসী। এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তারা। হরিঢালী পুলিশ ক্যাম্পে ইনচার্জ এস আই মোঃ মনিরুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যাচ্ছি। ইতোমধ্যে হরিঢালী এলাকায় কয়েকজনকে বলে দিয়েছি বাড়ি থেকে বেরোনো যাবে না, কমপক্ষে ১৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’ এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফি নিজে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন, যাতে কেউ বাড়ির বাইরে না আসে। তিনি বলেন ‘প্রশাসনিক ভাবে আমরা দেখছি।’ সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম সংবাদটি ২৯৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ