কপিলমুনির হাউলী গ্রাম পল্লী চিকিৎসক রায়হানকে হুমকির ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৭:৩১:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
কপিলমুনির হাউলী প্রতাপকাটি গ্রামে পল্লী চিকিৎসক এস রায়হান সানা কে হুমকির ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এলাকার ইউসুফ শেখ পিং মকছেদ আলী, সিদ্দিক মোড়ল পিং মকবুল মোড়ল, মুনসুর মোড়ল পিং মকবুল মোড়ল, সালাহ উদ্দিন সরদার পিং বারিক সরদার, সেলিনা বেগম স্বামী তুহিন মোল্লা, সেলিম সরদার পিং বারিক সরদার, রেনু বেগম স্বামী সেলিম সরদার। গত ২০ নভেম্বর দৈনিক প্রতিদিনের কথা ও অনলাইন নিউজ পোর্টাল সমুহে “কপিলমুনির হাউলী পল্লী চিকিৎসক রায়হানকে হুমকি; থানায় জিডি” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি সম্পুর্ণ কাকতালীয় উল্লেখ করে উল্লেখিত ব্যাক্তিগন বলেন, পল্লী চিকিৎসক রায়হান এর সাথে কোন শত্রুতা তাদের ছিলনা এখনও নেই। একটি কুচক্রি মহল আমাদের মাঝে সৃষ্ট ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে পল্লী চিকিৎসক রায়হানকে ভুল পথে পরিচালনা সহ সাংবাদিকদের মাধ্যমে সংবাদ প্রকাশ করিয়েছে। এর তীব্র নিন্দা জানান তারা এবং বলেন, তুচ্ছ ঘটনাটি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মিমাংসা করে নেয়া হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক