কপিলমুনিতে সময়ের খবরের সম্পাদক ও নিজস্ব প্রতিবেদকের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯ | আপডেট: ৭:১৭:অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক নূর ইসলাম রকি’র বিরুদ্ধে আদালতে দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার, দুর্নীতিবাজ খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারকে বরখাস্ত এবং তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ খুলনার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার কপিলমুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে বিকাল ৪টায় কপিলমুনি বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ হাকিম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, কপিলমুনি প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, মহাদেব সাধু, পলাশ কর্মকার, জি এম মোস্তাক, জি এম হাসান ইমাম, আমিনুল ইসলাম বজলু, এ কে আজাদ, মিলন দাশ, অলিউল্লাহ গাজী, আঃ সবুর আল-আমিন, দীপ অধিকারী, শেখ বেলাল হোসেন, এস এম বাবুল আক্তার, আলাউদ্দীন রাজা, পুন চন্দ্র মন্ডল, বদিউজ্জামান, তালা প্রেসক্লাবের এম এ ফয়সাল, মোঃ রোকনুজ্জামান টিপু, সেকেন্দার আবু জাফর বাবু, শিক্ষক মোঃ আবুবাক্কার হাজরা, মোঃ আমিনুল ইসলাম, ব্যবসায়ী সরদার শফিকুল ইসলাম, শেখ কবির হোসেন, মফিজুল ইসলাম, শেখ রুহুল আমিন, ইমরান হোসেন, আজমল হোসেন বাবু, মোঃ সিরাজুল ইসলাম খান, ইকবাল হোসেন, শহিনুর, আঃ মজিদ প্রমুখ।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক