কপিলমুনিতে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন সচিব তপন ঘোষ

কপিলমুনিতে শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কুমার ঘোষ। শনিবার বেলা ১১ টায় কপিলমুনির কপোতাক্ষ পাড়ের বদ্ধ ভূমিতে নির্মিত শহীদ স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, আ’লীগে নেতা সরদার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ দীদার হোসেন, কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমূখ।
স্মৃতি স্তম্ভ পরিদর্শণ ও পুষ্প অর্পণ করে কপিলমুনির রায় সাহেব বিনোদ বিহারীর বাড়ী, মাহমুদকাটি রাস্তা, কপিলমুনি ভূমি অফিস পরিদর্শন শেষে কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি সরদার ফারুখ আহম্মেদের সভাপতিত্বে সংগঠনটির কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।