কপিলমুনিতে পৌরসভা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ | আপডেট: ১১:৫৬:অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খলিদ হোসেন সিদ্দিকী।

কপিলমুনিতে বিনোদগঞ্জ পৌরসভা গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় স্থানীয় ভূমি অফিস চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান মোড়ল, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ারদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এম মোজাফফর হোসেন, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুর রশিদ, প্রেসক্লাব সভাপতি শেখ শামসুল আলম পিন্টু, কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ সঞ্জয় দাস, জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্য চম্পক পাল, সাধন চন্দ্র ভদ্র, প্রভাষক মইনুল ইসলাম, যুগোল কিশোর দে, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, ইউপি সদস্য রাজিব গোলদার প্রমুখ।

সভায় পৌরসভার সীমানা নির্ধারণ, লোকসংখ্যা, কৃষি, মৎস্য চাষ, এলাকার মানুষের আয়ের উৎস ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

এইচ এম এ হাশেম। নিজস্ব প্রতিবেদক। কপিলমুনি, খুলনা