কপিলমুনিতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ | আপডেট: ৫:৩২:অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ প্রত্যেকে চারটি করে লাগাবো গাছ, সুস্থ্য থাকবো বারো মাস। সোনার বাংলা গড়ার এই প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করেছেন তার প্রতি একাত্মতা প্রকাশ করেছে গ্রামীন ব্যাংক। ব্যাংকের পরিচালনা পরিষদ চেয়ারম্যানের আহবানে এবছর ১০ কোটি গাছের চারা লাগানোর মহতি উদ্যোগ গ্রহন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গ্রামীন ব্যাংক কপিলমুনি শাখা কর্তৃপক্ষ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় ব্যাংক চত্বরে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। এসময় ব্যাংকের পিছনের পাশ বরাবর চারা রোপনসহ ব্যাংকের সম্মানীত সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা রোপণ ও বিতরণের সময় উপস্থিত ছিলেন এ কর্মসূচীর উদ্যোক্তা গ্রামীন ব্যাংকের জোনাল ম্যানেজার মোঃ ইমাজ উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক পরিতোষ কুমার রায়, সেকেন্ড অফিসার মোঃ অমেদুল ইসলাম, জোন কর্মচারী সমিতির প্রতিনিধি মোঃ যোনায়েদ বিন আঃ রাজ্জাক। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংক শাখার কর্মকর্তা মোঃ সালেউজ্জামান, তুষার কান্তি গাইন, মোঃ মাসুম বিল্লাহ, দেবদাস সরকার, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মাহমুদ হাসানসহ ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। সংবাদটি ৬৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ