কপিলমুনিতে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ | আপডেট: ৮:০০:অপরাহ্ণ, জুন ১০, ২০২০ কপিলমুনিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জোর পূর্বক অন্যের জায়গা জবর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। একজন প্রধান শিক্ষকের এহেন নৈতিকতাবিরোধী কর্মকান্ডে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগে প্রকাশ, কপিলমুনির প্রতাপকাটী গ্রামের হাবিবুর শেখ, আবুল হোসেন গাজী, ও পুরাইকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর সরদার একত্রে মিলে রামচন্দ্রনগর মৌজায় এস এ খতিয়ান ৭২৩, দাগ নম্বর ১২০২/৩১৪২-এ ৪৯ শতক জমি খরিদ করেন। এর মধ্যে হাবিবুর শেখের সাড়ে ২৪ শতক, আবুল হোসেন গাজীর সাড়ে ৯ শতক, প্রধান শিক্ষক আকবর সরদারের ১৫ শতক জমি নিজ নিজ নামে রেজিস্ট্রি হয়। প্রতাপকাটী গ্রামের পিচ রাস্তার ধারে চৌহদ্দী না থাকলেও জমির মেইন পজিশন প্রধান শিক্ষক আকবর দখল করার পায়তারা চালান। উক্ত জমির মেইন পজিশন দখল করার অভিপ্রায় বুঝতে পেরে সাড়ে ২৪ শতকের মালিক হাবিবুর শেখ স্থানীয় ইউনিয়ন পরিষদে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। ইউনিয়ন পরিষদ তার জমির পরিমান অনুযায়ী মালিকানার আনুপাতিক হারে পিচ রাস্তার ধারে মেইন পজিশনে প্রধান শিক্ষকের অংশ নির্ধারণ করে দেন। কিন্তু প্রধান শিক্ষক সেটা মানেননি। এ ব্যাপারে হাবিবুর শেখ গত ১৯ মে পাইকগাছা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি জি ডি করেন, যার নং ৯৪১। পাশাপাশি হাবিবুর শেখ পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রট আদালতে এ বিষয়ে আভিযোগ জানালে বিজ্ঞ আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু আদালতের ১৪৪ ধারা অমান্য করে প্রধান শিক্ষক গত ৭ জুন রাস্তার ধারের মেইন পজিশনের সম্পূর্ণ জায়গা জুড়ে পাকা দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে সেটা বন্ধ হয়ে যায়। তবে বিষয়টা দ্রুত নিস্পত্তি না হলে এ জায়গা নিয়ে বড় ধরনের সংঘর্ষ বাঁধতে পারে বলে গ্রামবাসী আশংকা করছেন। সংবাদটি ৫১৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ