কপিলমুনিতে আবাসিক ভবন ভেঙ্গে সরকারী রাস্তার জায়গা ছেড়ে দেয়ার নির্দেশ প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ৮:৪৬:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছার কপিলমুনির বহুল আলোচিত জনৈক পরান গাজী গংদের আবাসিক ভবন ভেঙ্গে সরকারী রাস্তার জায়গা দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। মঙ্গলবার খুলনা জেলা প্রশাসক সরেজমিনে এসে অবৈধ ভাবে রাস্তার জায়গা দখল করে ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দেন। এরপরের দিন বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ঘটনাস্থলে এসে তিন দিনের মধ্যে অবৈধ ভবনের দখলে থাকা সরকারী রাস্তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য ভবন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, বর্তমান সরকারের অর্থায়নে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার উন্নয়ন কল্পে কংক্রিটের রাস্তা ও পানি নিষ্কাষনের জন্য ড্রেন নির্মাণ কাজ শুরু করেন আরবান প্রকল্প নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় বাজারে কাজ উন্নয়ন কাজ শেষ করতে পারেনি কাজী আর অন্যদিকে গাজীদের পরস্পর দুটি বহুতল ভবনের কারণে থমকে যায়। এসময় প্রকল্পের কাজের তত্বাবধানে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও ড্রেন নির্মাণ কাজ শেষ করার জন্য বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতা চেয়েও কোন প্রতিকার পাননি। ফলে উক্ত প্রকল্পের সিংহভাগ অর্থ ফেরত চলে যায়। এমতাবস্থায় শনিবার গাজীগং সরকারী জায়গার উপর নির্মিত ভবন বজায় রেখে রাস্তার জায়গা দখল করে ড্রেন নির্মাণ কাজ শুরু করলে বাধে-বিপত্তি। একপর্যায়ে মঙ্গলবার খুলনা জেলা প্রশাসক সরেজমিনে ঘটনাস্থলে এসে কাজ বন্ধের নির্দেশ দেন। এরপর নড়েচড়ে বসেন উপজেলা প্রশাসন। মাত্র একদিনের ব্যবধানে বুধবার সকাল ১০.৩০ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম ঘটনাস্থল কপিলমুনি কাঠগোলায় এসে ম্যাপ জরিপ পূর্বক পরান গাজীগংদের ভবন অনুকূলে থাকা সরকারী রাস্তার জায়গা তিন দিনের মধ্যে ছেড়ে দেওয়া নির্দেশ দেন। এসময় ভবন কর্তৃপক্ষ নিজ উদ্দ্যোগে ভবনের বেলকুনি ভেঙ্গে জায়গা ছেড়ে দিবেন বলে জানান। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা সার্ভেয়ার সাকিরুল ইসলাম, কপিলমুনি ভূমি অফিসের নায়েব জাকির হোসেন ও ইউনিয়ন ম্যাপ জরিপ সার্ভেয়ার রহমত আলীসহ বাজার ব্যবসায়ী, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ২৫৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি