চুকনগরে ইয়াবা সেবনকালে মাদক সেবনকারী গ্রেফতার প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯ চুকনগর(খুলনা) প্রতিনিধি: চুকনগরে ইয়াবা সেবনকালে এক মাদক সেবনকারীকে গ্রেফতার করেছ পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুকনগর বাস ষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাকারিয়া হুসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে চুকনগর বাস ষ্ট্যান্ড সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামের কাজী রজব আলীর পুত্র কাজী আক্তারুজ্জামান (৩৫)কে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর ইয়াবা সেবনকালে গ্রেফতারচুকনগরে ইয়াবা সেবনকালে মাদক সেবনকারী গ্রেফতার সংবাদটি ২৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু