আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কুল্যা চেয়ারম্যানের মত বিনিময় প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ | আপডেট: ৮:৩৩:অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক: আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেদ আল হারুণ চৌধুরী’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় আশাশুনি প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেদ মোঃ হারুণ চৌধুরী। এসময় তিনি বলেন, আমি বিগত উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে কুল্যা ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি। আমি এ ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর থেকে একের পর এক ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রেখেছি। বিপদে আপদে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। মত বিনিময় কালে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি আহসান হাবীব, সহ সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক সমীয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এসকে হাসানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স আশাশুনি প্রেসক্লাব সংবাদটি ২৬৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১