আশাশুনির কাদাকাটি এইচবিবি রাস্তার কাজ পরিদর্শন

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ | আপডেট: ১১:৪৩:অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে একটি এইচবিবি রাস্তার নির্মান কাজ পরিদর্শন করা হয়েছে। বুধবার কাদাকাটি ইউনিয়নের শাহনগর মতিকুল সরদারের বাড়ির সিকট পীচের রাস্তার মুখ হতে বলাবুনিয়া গামী রাস্তা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

গ্রামীণ মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবন্ড (এইচবিবি) করণ প্রকল্প এর আওতায় ৭৫০ মিটার রাস্তাটির কাজ করেছেন ঠিকাদার আঃ হামিদ। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে রাস্তাটি নির্মান কাজের জন্য দাখিলকৃত মূল্য ৩৯ লক্ষ ৮৯০ টাকা। ২০১৯-২০ অর্থ বছরের ব্যয় বরাদ্দে রাস্তাটির নির্মান কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

কাজ পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান ও সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন। রাস্তার পাশে মাটি না দেয়ায় রাস্তা ভেঙে যায়, এর থেকে রক্ষা পেতে পরিদর্শনকালে ঘের মালিকদের আউটড্রেন করার নির্দেশ প্রদান করেন ইউএনও মীর আলিফ রেজা।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স