আশাশুনিতে বালু উত্তোলনসহ বিভিন্ন বাজারে মোবাইল কোর্টে জরিমানা প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ | আপডেট: ৮:৫৭:অপরাহ্ণ, মে ১৮, ২০২০ মরণঘাতী করোনা ভাইরাস সংক্রান্তে আশাশুনিতে সামাজিক দূরত্ব নিশ্চিত কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারী আদেশ অমান্য করায় মোবাইল কোর্টে সর্বমোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নির্দেশে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। উপজেলার আশাশুনি সদর ইউনিয়ন, কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল বাজার, শ্রীউলা ইউনিয়ন, শোভনালী ইউনিয়ন ও বুধহাটা ইউনিয়নের বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে মোবাইল কোর্টের মাধ্যমে চাম্পাফুল বাজারের কাপড়ের দোকানের প্রোঃ মোঃ ইলিয়াস হোসেনকে ১০০০ টাকা, আশাশুনির সোদকনা মোড়ের কাপড়ের দোকান মালিক কমলেশকে ১০০০ টাকা, সোভনালী ইউনিয়নের নৈকাঠী বাজারে কাপড়ের দোকান মালিক রউফ গাজীকে ৫০০ টাকা, বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজারের চায়ের দোকান মালিক আছাফুর রহমানকে ৩০০ টাকা ও রেজাউল মিস্ত্রীকে ২০০ টাকা এবং সরকারী নির্দেশ অমান্য করায় এক মোটরসাইকেল চালক পলিনকে ৫০০ টাকা ও সর্বশেষে শ্রীউলা ইউনিয়নের গাজীপুর গ্রামের কামরুল হুদা (মিলন) কে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলনের সময় ১০ হাজার টাকা মোবাইল কোর্টে জরিমানা করেন। এছাড়াও বিকাল ৪টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান। এসময় সেনাবাহিনী, আশাশুনি থানার পুলিশ ফোর্স ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদটি ৩০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১