আশাশুনিতে পুলিশী অভিযানে ৭ জন গ্রেফতার প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০ | আপডেট: ১০:৫৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০ আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতারকৃত ৭ আসামী আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন অভিযান চালিয়ে নিয়মিত মামলা-১(৮)২০২০, ২(৮)২০২০ এবং ৩(৮)২০২০ এর আসামী কল্যানপুর গ্রামের সৈয়দ আলি সানার পুত্র মোঃ মনিরুজ্জামান (মনি) মধ্যম বড়দল গ্রামের মৃত আক্কাজ সরারের পুত্র কামরুল সরদার (৪২), রবিউল ইসলামের পুত্র সাইফুল মোল্যা (২০), মৃত কদু গাজীর পুত্র খানজি গাজী (৫২), খানজির পুত্র জাফর মোল্যাকে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই নাজিম উদ্দীন অভিযান চালিয়ে সিআর-১০০/১৬ (ওয়ারেন্ট) আসামী রাজাপুর গ্রামের মৃত নূর হোসেনের পুত্র সাহেব আলীকে, এএসআই মোকাদ্দেস হোসেন সিআর-১১৩/১৯ (ওয়ারেন্ট) আসামী কচুয়া গ্রামের মেসকের সানার পুত্র আকুল সানাকে গ্রেফতার করেন। সংবাদটি ৪৪৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১