আকীকা অনুষ্ঠান পন্ড করে খাবারগুলো অসহায়দের মাঝে বিতরণ করলেন এসিল্যান্ড প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ | আপডেট: ১০:৫৪:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): আকীকা অনুষ্ঠানে বিনা-দাওয়াতি মেহমান হিসেবে সেনাবাহিনীসহ হাজির হয়ে আয়োজককে জরিমানা করলেন তালা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের আমিনুর গোলদারের ছেলে রাসেল গোলদারের বাড়িতে। জানা যায়, সেই বাড়ীতে প্রায় আড়াই’শ লোকের আয়োজন ছিল। তবে দুর থেকে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সদস্যদের দেখতে পেয়ে তারা অনেকটাই সাবধান হয়ে গেলো। প্রথমে রাসেলের পরিবার অনুষ্ঠানের কথা অস্বীকার করলো। তাদের আচার-আচারণ এমনটাই নাটকীয় ছিল যে তারা তো জানেই না তাদের বাড়িতে কোন অনুষ্ঠান। পরে সব খাবার খুঁজে পাওয়া গেলো। পরক্ষণে পরিবারটি তাদের ভুল স্বীকার করে ভ্রাম্যমান আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে। আয়োজককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। জরিমানার টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়। মেহমানদের জমায়েত হতে বাধা দেয়া হয়। মেহমানরা পুকুরে আরেক পাশে দাড়িয়ে দেখে চলে গেলো। খাবার নষ্ট না করে নিজ উদ্যোগে প্যাকেট কিনে খাবার ঠিকই খাওয়ানো হল, তবে দাওয়াতী মেহমানদের নয়, একটু দূরের মানুষদের। যারা দরিদ্র পরিবার, তাদের মাঝে বিলিয়ে দেয়া হল। যার বাড়ির অনুষ্ঠান তাকে দিয়েই বিলিয়ে দেয়া হয় খাবারগুলো। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, করোনা ভাইরাস থেকে সকলকে সতর্ক রাখতে জেলা প্রশাসক ও তালা উপজেলা ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক এমন ধরণের অভিযান অব্যাহত থাকবে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক [cov2019all] সংবাদটি ২৪৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু